বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বিশ্ব একাদশের বিপক্ষে পাকিস্তানের দল ঘোষণা !

নিউজ ডেস্ক:

পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আর তারই জের ধরে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হবে পাকিস্তান ও বিশ্ব একাদশ।

আসন্ন এই তিন ম্যাচ টি-২০ সিরিজের জন্য ১৬ সদস্যের পাকিস্তান দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান দলের নেতৃত্ব দেবেন সরফরাজ আহমেদ।

এ ব্যাপারে পিসিবির দল নির্বাচক কমিটির প্রধান ইনজামাম উল হক বলেন, কন্ডিশন এবং সাম্প্রতিক সময়ে ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে কিছু খেলোয়াড়ের পারফরমেন্স বিবেচনা করে দল নির্বাচন করা হয়েছে।

আগামী ১২, ১৩ ও ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এ সিরিজের নাম দেয়া হয়েছে ‘স্বাধীনতা কাপ’।

পাকিস্তান দল
সরফরাজ আহমেদ (অধি. উইকেটরক্ষক), ফখর জামান, আহমেদ শেহজাদ, বাবর আজম, শোয়েব মালিক, উমর আমিন, ইমাদ ওয়াসিম. শাদাব খান, মুহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, হাসান আলী, আমির ইয়ামিন, রুম্মন রইস, উসমান সিনওয়ারি. সোহেল খান।

Similar Articles

Advertismentspot_img

Most Popular