বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান মানুষ!

0
59

নিউজ ডেস্ক:

জানেন কি, বিশ্বের সবথেকে বুদ্ধিমান মানুষ কে? বিশ্বের বিস্ময় তালিকায় কোন মানুষটির নাম সবার প্রথমে? দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে জন্ম গ্রহণ করা টেরেন্স টাও হলেন বর্তমান বিশ্বের সবথেকে বুদ্ধিমান মানুষ, এমনটাই দাবি www.wonderslist.com-এর।

বিশ্বের দশ বুদ্ধিমান মানুষের মধ্যে দ্বিতীয় নম্বরে রয়েছেন ক্রিস্টোফার হিরাটা (আন্তর্জাতিক পদার্থবিদ্যা অলিম্পিয়াড সোনা পদকজয়ী)। এই তালিকায় রয়েছেন দক্ষিণ কোরিয়ার কিম উং-ইংও।  ‘Highest IQ’ – বিভাগে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম তুলেছেন উং-ইং।

তবে প্রথম তিনের মধ্যে টেরেন্স টাও তাদের থেকে অনেক এগিয়ে। কেন? কী কী আছে তার ঝুলিতে, একবার সেটা জানতে পারলেই, আপনিও মানবেন টেরেন্স টাওই বিশ্বের সবথেকে বুদ্ধিমান।

গণিতজ্ঞ টেরেন্সের অ্যাওয়ার্ড লিস্ট-

২০০০- Salem Prize
২০০২-  Bòcher Memorial Prize
২০০৩- Clay Research Prize
২০০৫- Ostrowski Prize
২০০৫- Levi L. Prize
২০০৫- Australian Mathematical Society Medal
২০০৬- MacArthur Fellowship
২০০৬- SASTRA Ramanujan Prize
২০০৮- Alan T. Waterman  Award
২০১০- George Pòlya Prize
২০১০- King Faisal International Award
২০১০- Nemmers Prize in Mathematics
২০১২- Carford Prize in Mathematics
২০১৪- Breakthrough Prize in Mathematics