নিউজ ডেস্ক:
বিশ্বের সবচেয়ে ধনী খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। গত বছর ৮৮ মিলিয়ন মার্কিন ডলার আয় করে মার্কিন সাময়িকী ফোর্বসের সেরা ধনী খেলোয়াড়দের তালিকায় শীর্ষস্থান দখল করেছেন পর্তুগিজ এ ফুটবলার।
তালিকায় দ্বিতীয় নামটি রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির। গত বছর বার্সেলোনা তারকা মেসি আয় করেন ৮১.৪ মিলিয়ন মার্কিন ডলার। তালিকায় চার নম্বর নামটি এ বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতে নেয়া সুইস তারকা রজার ফেদেরারের। ছয় মাস কোটের বাইরে থাকলেও গত বছর আয় হয়েছে ৬৭.৮ মিলিয়ন ডলার।তিন নম্বরে আছেন বাস্কেটবল তারকা লিব্রন জেমস। গত বছর তার আয় ৭৭.২ মিলিয়ন মার্কিন ডলার। তালিকায় ছয় নম্বর নামটি টেনিস তারকা নোভাক জোকোভিচের (আয় ৫৫.৮ মিলিয়ন মার্কিন ডলার)। ১১ নম্বরে আছেন লুইস হ্যামিলটন (৪৬ মিলিয়ন)। ৪৪ মিলিয়ন মার্কিন ডলার আয় করে তালিকার ১৬ নাম্বার স্থানটি দখল করেছেন ফ্লয়েড মেওয়েদার। সূত্র : ইন্ডিপেনডেন্ট