বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পা !

নিউজ ডেস্ক:

আগামী রবিবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল৷ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্তাসের মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। বলে দেওয়ার অপেক্ষা রাখে না, এই মুহূর্তে রিয়ালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো দুর্দান্ত ফর্মে রয়েছেন। পাঁচ বছর পর ক্লাবকে দিয়েছেন লা লিগা’র সম্মান। এবার প্রায় প্রতি ম্যাচেই গোল করছেন তিনি।

ইউরোপ সেরা হওয়ার লড়াইয়েও জিদানের বাজি তিনি। খেলার জন্য সিআর সেভেন মুখিয়ে রয়েছেন। জিদান বলছেন, রোনালদো দুর্দান্ত ফিট। একদম শেপেই রয়েছেন তিনি। আর এসবের মাঝেই রোনাল্ডো নিজের পেশিবহুল দু’টি পায়ের ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রামে। সান বাথ নিচ্ছিলেন তিনি।

এই পা দু’টিকেই অনেকে বলছেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী পা। এখন দেখার সিআর সেভেনের এই পা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ফুল ফোটাতে পারে কি না।  আপামোর রিয়াল মাদ্রিদ ও রোনালদোর ভক্তরা সেই দিকেই তাকিয়ে রয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular