সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওয়ানপুর গ্রামের রাস্তায় এবার পরিত্যক্ত অবস্থায় মিলল ৯ বস্তা ভারতীয় চোরাই চিনি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বুধবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ওই ৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করে থানা পুলিশ। ৫০ কেজি ওজনের ওই ৯ বস্তা চিনির বাজার মূল্য প্রায় ৭০ হাজার টাকা। তবে, এ ঘটনায় জড়িত কাউকেই থানা পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে চোরাকারবারিদের চিনি বোঝাই একটি পিকআপ আটকে কয়েকজন যুবক কয়েক বস্তা চিনি ছিনিয়ে নেয়। খবর পেয়ে সাথে সাথে টহল পুলিশের একটি টিম সেখানে গিয়ে রাস্তায় পড়ে থাকা ৯ বস্তা চিনি জব্দ করে থানায় নিয়ে আসে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই চোরাই চিনি পরিবহনকারী পিকআপ ও চোরাকারবারিরা পালিয়ে যায়।
এদিকে জনশ্রুতি রয়েছে দীর্ঘদিন থেকে সুনামগঞ্জের সীমান্ত এলাকা থেকে আসা চোরাই পণ্যের একটি নিরাপদ রুট হিসেবে ‘লামাকাজী-রামপাশা-বিশ্বনাথ-রশিদপুর সড়ক’ ব্যবহার করে আসছে চোরাকারবারিরা। এঘটনার পূর্বেও বেশ কয়েকবার অবৈধ পথে আসা ‘চিনি, নাসির বিড়ি ও অন্যান্য পণ্য জব্দ’ হলেও অদৃশ্য কারণে ধরাছোঁয়ার বাইরেই রয়ে যায় চোরাকারবারি সিন্ডিকেট।
এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুবেল মিয়া বলেন, ৯ বস্তা চিনি জব্দ করা হয়েছে। অবৈধ চিনি চোরাচালানের সাথে জড়িতদের খুঁজে বের করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।