বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বিল ক্লিনটনের বিরুদ্ধে ফের যৌন নির্যাতনের অভিযোগ !

নিউজ ডেস্ক:

ফের নতুন করে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের বিরুদ্ধে। ঘটনা ২০০০ সালের হলেও সম্প্রতি যৌন হেনস্থার অভিযোগ এনেছেন চার মার্কিন নারী।

ব্রিটিশ সংবাদপত্র ডেইলি মেলের খবর অনুযায়ী, ২০০০ সালে এক বিলিয়নিয়ার বিনিয়োগকারী রন বার্কলেকে ব্যবসা সংক্রান্ত কিছু কাজে সাহায্য করেছিলেন তিনি। নিগ্রহের শিকার নারীরা ওই বিনিয়োগকারীর কর্মচারী। ওই ব্যবসায়ীর প্রাইভেট জেটেই ছিলেন চার নারী। তখনই ক্লিনটন তাদের যৌন নিগ্রহ করেন বলে অভিযোগ।

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ নতুন কিছু নয়। প্রেসিডেন্ট থাকাকালীন একাধিক এরকম অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। তবে প্রচারের যাবতীয় আলো শুষে নিয়েছিল মনিকা লিউনিস্কির সঙ্গে ক্লিনটনের অ্যাফেয়ার। এখনও ভীষণভাবে অটুট রয়েছে সেই স্মৃতি। বিশ্ব জুড়ে আলোড়ন ফেলে দেওয়া মনিকার সঙ্গে তার সম্পর্কের ঘটনা ১৯৯৮ সালে সামনে আসে।

সে সময় মনিকাকে নিয়ে মার্কিন রাজনীতি টালমাটাল ছিল। তার ঠিক দু’বছরের মাথায় ফের যৌন নিগ্রহের শিকার হয়েছিলেন ওই চার নারী বলে অভিযোগ। মনিকা পর্ব যে ক্লিনটনের জীবনে বিশেষ প্রভাব ফেলেনি তা নতুন করে ওঠা যৌন নিগ্রহের অভিযোগই প্রমাণ করে। তবে সতের বছর পর কেন সেই নারীরা যৌন হেনস্থার অভিযোগ আনলেন তা পরিষ্কার নয়। জানা গিয়েছে অভিযোগকারী চার নারীই পৃথক ভাবে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular