বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বিরাট-আনুশকার বিয়েতে নিমন্ত্রণ পাননি ক্রিকেট দলের সদস্যরা !

নিউজ ডেস্ক:

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এবং বলিউড সুপারস্টার আনুশকা শর্মা অবশেষে এ সপ্তাহেই বিয়ে করছেন। দীর্ঘ চার বছর থেকে তাদের বিয়ে নিয়ে নানা গুঞ্জন চলছে। ভারতীয় মিডিয়াতে তো বটেই। বিদেশি মিডিয়াতেও সমানভাবে দুই জগতের দুই তারকার বিয়ে হওয়ার সম্ভাবনা নিয়ে হৈচৈ কম হচ্ছে না।

সংবাদ সূত্রে জানা যায়, ৯ থেকে ১১ ডিসেম্বরের মধ্যে ইতালিতে আনুশকা-বিরাটের বিয়ের অনুষ্ঠান হচ্ছে। ইতালির তুসকানি শহরের ঐতিহ্যবাহী রিসোর্টে ইতিমধ্যে বিয়ের সাজসজ্জা চলছে। সেখানে কড়া নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে। পাঞ্জাবি রীতিতে বিয়ে হবে বিরাট-আনুশকার। রিসোর্টের ভেতরে পেশাদার নৃত্যশিল্পীদের প্রবেশ করতে দেখা গেছে। আর অনুশকার বিয়ের পোশাকের ডিজাইন করছেন সব্যসাচী।

জানা যায়, বিরাট-আনুশকার এ বিয়েতে ভারতীয় ক্রিকেট দলের কোনো সদস্য উপস্থিত থাকবেন না।
ভারতীয় ক্রিকেট পরিবারের কেবল দু’জন নাকি বিয়ের নিমন্ত্রণ পেয়েছেন। এদের একজন শচীন টেন্ডুলকার, অন্যজন যুবরাজ সিং। নিমন্ত্রণ না দেয়ার তেমন কোনো কারণ অবশ্য বলতে পারছে না। ভারতের গণমাধ্যম জানিয়েছে, শ্রীলংকার বিপক্ষে চলমান সিরিজের জন্যই নাকি সতীর্থদের নিমন্ত্রণ করেননি বিরাট।

আনুশকা শর্মা ভারতীয় চলচ্চিত্রের অন্যতম ব্যস্ত অভিনেত্রী। বক্স অফিস হিট করা আনুশকার সঙ্গে কিছুদিন আগে প্রেমের সম্পর্ক ছেদ হয়ে গিয়েছে বিরাটের- এমন খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার হঠাৎ খবর এলো দুই তারকার বিয়ে হচ্ছে, তাও আবার সুদূর ইতালিতে!

Similar Articles

Advertismentspot_img

Most Popular