নিউজ ডেস্ক:
বর্তমান ক্রিকেটের অন্যতম সফল ব্যাটসম্যানের নাম বিরাট কোহলি। ভারতের এই টেস্ট অধিনায়ক শুধু টেস্ট নয়, ওয়ান ডে ও টি২০ ক্রিকেটেও সমান ধারাবাহিকভাবে সাফল্য দেখিয়ে আসছেন।
বিগত একবছর ধরে তার ব্যাটের ওপর ভর করেই ভারত পাচ্ছে অভাবনীয় সাফল্য। বিরাটের এই সাফল্যের ৫ কারণ সম্পর্কে জানাল ক্রিকেট বিশেষজ্ঞরা।
১. সময় ও ধৈর্য্য— ইনিংসের শুরুতে কিছুটা সময় নেন বিরাট। ধৈর্য্য ধরে কয়েকটা বল দেখে নেন। থিতু হয়ে গেলে উইকেটের চারিদিকে শট খেলতে শুরু করেন।
২. স্পিনের বিরুদ্ধে সাবলীল—স্পিনটা খুব ভালো খেলেন বিরাট। বিপক্ষ স্পিনারদের বিরুদ্ধে প্রয়োজনে যেমন ডিফেন্স করেন, তেমনই পরিস্থিতি অনুযায়ী তাদের আক্রমণও করেন।
৩. লক্ষ্য অনুযায়ী নিজেকে তৈরি করা— ম্যাচ অনুযায়ী নিজের পরিকল্পনা তৈরি করেন বিরাট। নিজেকে তৈরিও করেন ঠিক সেইভাবে। শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামার আগে অনুশীলনে বাড়তি সময় দেন। দলের সঙ্গে বাড়তি আলোচনা সারেন। সতীর্থদের বক্তব্য শোনেন। এরপর তৈরি করেন রণনীতি।
৪. বোঝাপড়া দুরন্ত— দলের প্রতিটা সতীর্থর সঙ্গে বিরাটের বোঝাপড়া দুরন্ত। ব্যাটিংয়ের সময় জুনিয়রদের গাইড করেন। তাদের আত্মবিশ্বাস জোগান। আর সিনিয়রদের উপর রাখেন বাড়তি ভরসা।
৫. প্রতি আক্রমণ— দল যখন কোণঠাসা, তখন প্রতিপক্ষ শিবিরে লড়াই পৌঁছে দেওয়ার দায়িত্বটা নেন বিরাট। নিজের দলের ব্যাটসম্যানরা যখন চাপের মুখে ভেঙে পড়েছে, তখন দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে ভালোবাসেন। ফিল্ডিংয়ের সময় চিৎকার করে সতীর্থদের উৎসাহ দেন।