বিরল রোগে আক্রান্ত মুক্তামণির হাতে ফের অস্ত্রোপচার করা হবে মঙ্গলবার !

0
23

নিউজ ডেস্ক:

বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার ১১ বছরের মেয়ে মুক্তামণির হাতে আবারও অস্ত্রোপচার করা হবে। আগামী মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে এ অস্ত্রোপচার হবে বলে রবিবার অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেন মুক্তামনির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।

বার্ন ইউনিটের সমন্বয়ক ও বোর্ডের সদস্য ডা. সামন্ত লাল সেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মুক্তামণির শ‍ারীরিক অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের বোর্ডের চিকিৎসকরা দুপুরে বৈঠকে বসেন। সেখানে সবার মতামতের ভিত্তিতে আগামীকাল দ্বিতীয় দফায় তার হাতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে, গত ১২ আগস্ট মুক্তামণির হাতে প্রথম দফায় অস্ত্রোপচার হয় ঢামেক হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি)। তখন আরও অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছিলেন ডা. সামন্ত লাল সেন।