নিউজ ডেস্ক:
বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার মেয়ে মুক্তামনির বায়োপসি সম্পন্ন হয়েছে। তাকে এখন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অপারেশন থিয়েটারে তার এ বায়োপসি সম্পন্ন হয়। এর আগে সকাল ৮টার কিছু আগে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।
ঢামেক হাসপাতালের বার্ন ও সার্জারি বিভাগের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১০টার দিকে বায়োপসি সম্পন্ন হওয়ার পর মুক্তামনিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
এর আগে, গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, আগেই মুক্তমনির বায়োপসি করার প্রয়োজন থাকলেও তার রক্তের প্লেটলেট বারবার কমে যাওয়ার কারণে বায়োপসি প্রক্রিয়া বিলম্ব হচ্ছিল।
রোগটি শনাক্তে মুক্তামনির ডান হাতের ঘাঁ থেকে কিছু অংশ কেটে পরীক্ষা করা হবে বলেও আগে জানিয়েছিলেন চিকিৎসকরা।