বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

বিয়ে নিয়ে রহস্য করছেন ইলিয়ানা!

নিউজ ডেস্ক:

বলিউডে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করলেও তেমন সাড়া ফেলতে পারেন নি ইলিয়ানা ডি ক্রুজে। এমনকি রুপালি জগত থেকে বেশ কিছুদিন ধরেই বিচ্ছিন্ন এই অভিনেত্রী। অনেকেই মনে করছেন ইলিয়ানা তার প্রেমিকের সঙ্গে বিয়ে সেরে ফেলেছেন বলেই সিনেমাতে তাকে এত অনিয়মিত দেখা যায়।

গতবছর প্রকাশিত ইলিয়ানার বিয়ের খবর নেহায়েত গুজব ছিল। অস্ট্রেলিয়া নিবাসী অ্যান্ড্রু নিবোন সত্যিই তার প্রেমিক এ কথা ইলিয়ানা বরাবরই স্বীকার করে আসছেন। কিন্তু বিয়ের প্রসঙ্গে তিনি নিজেও সরাসরি মুখ খুলছেন না।

এই প্রসঙ্গে ইলিয়ানা বলেন, ‘বিয়ে ব্যাপারটাই খুব মজার। এর মধ্যে বিশাল কিছু আছে নাকি? আমি ভাল ভাল কাজ করছি। নিজের মতো থাকতে পারছি। সব মিলিয়ে বেশ ভালই আছি। আর বিয়ে নিয়ে একটু রহস্য থাক না। যদি ব্যাগ থেকে বিড়াল বের করেই দিই, তা হলে আমার সম্পর্কে আর মানুষের আগ্রহ থাকবে কেন!

Similar Articles

Advertismentspot_img

Most Popular