বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

বিয়ের পিঁড়িতে প্রভাস, জল্পনা নাকি গুঞ্জন?

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুপারস্টার প্রভাসের ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা হয়েছে বিস্তর । শোনা যাচ্ছে, খুব শীঘ্রই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ‘বাহুবলী’ প্রভাস। সম্প্রতি সিনেবাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালনের একটা পোস্টেই জল্পনার পালে হাওয়া লাগল।

বছর দুয়েক ধরেই শোনা যাচ্ছে যে, প্রভাস এবার বিয়ে করতে চলেছেন। সেই জল্পনা তাড়িয়েও বিয়ের দিনক্ষণে সিলমোহর বসাননি দক্ষিণী তারকা। তবে এবার সম্ভবত মনের মানুষের সঙ্গে চার হাত এক করেই ফেলবেন।

তবুও পছন্দের অভিনেতাকে বরের বেশে দেখতে বহুদিন ধরে অপেক্ষা করছেন অনুরাগীরা। অবশেষে তাদের সেই ইচ্ছাই এবার নাকি পূরণ হতে চলেছে।

‘বাহুবলী’ ছবির সময় থেকে আনুশকা শেট্টির সঙ্গে নাম জড়িয়েছে প্রভাসের। এমনও শোনা গিয়েছিল, আনুশকাকেই নাকি বিয়ে করবেন তিনি। তবে এবার শোনা যাচ্ছে অন্য এক পাত্রীর কথা।

এক সাক্ষাৎকারে অভিনেতা রামচরণের মন্তব্যে নতুন এই জল্পনার সূত্রপাত। দক্ষিণী তারকা জানিয়েছেন, খুব শিগগিরই নাকি বিয়ে করতে চলেছেন প্রভাস। পাত্রী নাকি অন্ধ্রপ্রদেশের গনপভরামের মেয়ে।

এরপরেই জল্পনা বাড়িয়ে দেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় বিশ্লেষক মনোবালা বিজয়বালান। এক্স হ্যান্ডেলে প্রভাসের নাম লিখে পাশে ব্রাইড ইমোজি পোস্ট করেছেন। আর মনোবালা বিজয়বালনের সেই পোস্টেই অনুরাগীদের উত্তেজনা আরও বেড়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular