নিউজ ডেস্ক:
প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটির ঘটনায় দায়ের করা মামলার আসামি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেছেন। আদালত তাদের জামিন নাকচ করে দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিমানের জুনিয়র টেকনিশিয়ান মো. সিদ্দিকুর রহমান ও প্রকৌশলী কর্মকর্তা এস এম রোকনুজ্জামান বৃহস্পতিবার দুপুরে ঢাকার হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী শুনানি শেষে দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুই আসামির আইনজীবী মো. শাহাবুদ্দিন জামিন শুনানিতে বলেন, “কোনো নাশকতার জন্য এটা করা হয়নি, বিমানের ইঞ্জিনের ত্রুটিতে এদের কোনো দায় নেই। আইনকে শ্রদ্ধা করি বলেই আমার মক্কেলরা আত্মসমর্পণ করেছে। আমার মক্কেলদের জামিন চাই। ”
গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের আশখাবাত বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়। ইঞ্জিন অয়েলের ট্যাংকের একটি নাট ঢিলে থাকায় ওই বিপত্তি ঘটে।
এ ঘটনায় নয়জনকে আসামি করে দায়েরকৃত মামলায় বুধবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সাতজনকে গ্রেফতার করে পুলিশ।