বিমানবন্দর রেলস্টেশনে ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু, আটক ১ !

0
22

নিউজ ডেস্ক:

ঢাকার বিমানবন্দর রেলস্টেশনে নাজমুল নামের এক তরুণের ছুরিকাঘাতে রাবেয়া তাসলিমা (২৫) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। ওই তরুণকে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে এ ঘটনা ঘটে। নাজমুল- তাসলিমা রেলস্টেশন এলাকায় একসঙ্গে থাকতেন।

জানা গেছে, স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের ওপর তাদের মধ্যে ঝগড়া হয়। হঠাৎ নাজমুল ছুরি দিয়ে তাসলিমার পেটে আঘাত করে পালানোর চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে নাজমুলকে পুলিশ আটক করে। তাসলিমাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হলে দুপুর ২টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলী আকবর জানান, ছুরিকাঘাতে তরুণীর মৃত্যুর ঘটনায় নাজমুল নামের একজনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, তারা স্টেশন এলাকায় ঘুরাঘুরি করে বেড়াত। শুনেছি এক মাজারকে সাক্ষী রেখে তারা কয়েক মাস আগে বিয়ে করেছে। আজ ঝগড়ার এক পর্যায়ে নাজমুল তাসলিমাকে ছুরি দিয়ে আঘাত করে।