নিউজ ডেস্ক:
জন্মদিন কিংবা বিবাহ বার্ষিকীর মতো বিশেষ দিনগুলোতে প্রেমিক-প্রেমিকা কিংবা স্বামী-স্ত্রী একে অপরকে নানা ধরনের উপহার দিয়ে থাকেন। অনেকেই প্রিয় মানুষটির সাথে সারা জীবন থাকার প্রতিশ্রুতিও দিয়ে থাকেন। অনেক প্রেমিক যুগল মনের মানুষটিকে হৃদয় খুলে দেয়ার প্রতিশ্রুতি পর্যন্ত দেন। বাস্তবে কজন মানুষ তাদের সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারে সে প্রশ্নসাপেক্ষ।
তবে এবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার এক ব্যক্তি ২০তম বিবাহ বার্ষিকীতে স্ত্রীকে উপহার হিসেবে দিচ্ছেন নিজের একটি কিডনি। স্ত্রী ক্যান্ডি দীর্ঘদিন ধরে পলিসিস্টিক কিডনি রোগে ভুগছিলেন। দুই বছর ধরে নিয়মিত ডায়ালেসিস নিতে হয় তাকে। ক্যান্ডির শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাওয়ার কারণে কিডনি প্রতিস্থাপন জরুরি হয়ে পড়েছিল।
স্বামী স্কট চাফিয়ান গত ছয় বছর ধরে স্ত্রীকে কিডনি দেয়ার প্রস্তাব দিয়ে আসলেও কোনোভাবেই তাকে রাজি করাতে পারছিলেন না। আগামী ২৫ জানুয়ারি তাদের ২০তম বিবাহ বার্ষিকী উপলক্ষে স্ত্রীকে একটি উপহার দিতে চান তিনি।
তবে শর্ত জুড়ে দেন, যাতে কোনোভাবেই তার সেই উপহার প্রত্যাখ্যান না করেন স্ত্রী। এভাবেই বেশ কৌশলে রাজি করান স্ত্রীকে। বিবাহ বার্ষিকীর ঠিক একদিন আগে ২৪ জানুয়ারি স্ত্রীকে সেই উপহারটি দিতে যাচ্ছেন স্কট।তাদের এই আবেগময় হৃদয় বিদারক প্রেমের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।