বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বিপ্লব ঘটাতে পারে গুগলের এই মিনি ক্যামেরা !

নিউজ ডেস্ক:

ফোনের পর গুগল এবার বাজারে আনলো মিনি ক্যামেরা। এটির নাম দেওয়া হয়েছে, গুগল ‘ক্লিপস ক্যামেরা’।
এই ক্যামেরাটি মূলত তৈরি করা হয়েছে ব্যক্তি কিংবা পরিবারের যে কোন মুহূর্ত খুব দ্রুত ক্যাপচার করতে। হাই টেকনোলজিতে তৈরি এ ক্যামেরাটির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, এটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের মধ্য দিয়ে মানুষকে শণাক্ত করতে পারবে এবং নিজ থেকেই সিদ্ধান্ত নিতে পারবে কখন ভিডিও বা ছবি তোলা শুরু করতে হবে।

আকারে অত্যন্ত ছোট হওয়ায় এটির মাধ্যমে খুব সহজে ছবি তোলা বা ভিডিও করা যাবে। গুগল বলছে, এর মাধ্যমে পরিবারের অসাধারণ মুহূর্তগুলো সহজেই ক্যাপচার করা যাবে।

এই ক্যামেরায় তোলা ছবি ও ভিডিও গুগলের পিক্সেল ফোনে একটি অ্যাপসের মাধ্যমে সহজেই দেখা যাবে। আর মানুষের গোপনীয়তা রক্ষার্থে এতে কোন মাইক্রোফোন রাখা হয়নি। এটির মাধ্যমে মূলত কোন দৃশ্য বা মুহূর্ত ধরা যাবে। এটির দাম করা হয়েছে ২৪৯ মার্কিন ডলার। শুরুতে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই এটি পাওয়া যাবে, এরপর অন্যান্য জায়গায় সংগ্রহ করতে পারবে আগ্রহীরা।
তবে এটি কখন বাজারে আসবে সে ব্যাপারে সংস্থার পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular