বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ২ !

0
23

নিউজ ডেস্ক:

রাজধানীর ওয়ারী থানা এলাকার এরশাদ মার্কেট থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গতকাল সোমবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- পল্লব ঘোষ (৪০) ও জসিম উদ্দিন (২৫)।

বিষয়টি জানিয়েছেন র‌্যাবের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মিজানুর রহমান ভূঁইয়া। তিনি জানান, এরশাদ মার্কেটে তারা ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করতে অবস্থান নিয়েছে-এমন খবর পেয়ে র‌্যাব তাৎক্ষণিকভাবে অভিযান চালায়। এতে দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক হাজার ৮৭০ পিস ইয়াবা ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া ইয়াবা বিক্রিতে ব্যবহৃত ১৫০ পলিথিন জব্দ করা হয়েছে।