বিপিএলের এবারের আসরটির পরিকল্পনা ও নকশায় সরাসরি যুক্ত রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের কাছ থেকে এই টুর্নামেন্টটিকে কীভাবে অলিম্পিকের মতো সুন্দর করা যায়, সেসব পরামর্শ নেয়া হয়েছে।
বিসিবি থেকে অতীতের সব অনিয়ম আর অব্যবস্থাপনা ফেলে নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগও নেয়া হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে অধ্যাপক ইউনূস নিজে প্রধান সংগীতের জন্য দুটি লাইনও লিখেছেন, যা এই আসরকে নতুন মাত্রা দেবে বলে আশা করছে বিসিবি। এবারের বিপিএল দায়সারা কোনো আয়োজন নয়, দেশের সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা জমকালো আয়োজনে তাক লাগিয়ে দিতে চায় বিশ্বকে।
গণমানুষের কাছে বিপিএলের জনপ্রিয়তা বাড়িয়ে তুলতে কনসার্টসহ ভিন্ন ভিন্ন আয়োজনের কথাও ভাবছে বিসিবি। এই লিগকে গণমানুষের কাছে পৌঁছে দিতে অভিনব সব আয়োজন থাকছে এবারের আসরে।