শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট শেষে কোন দলে কোন ক্রিকেটার?

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১তম আসরের প্লেয়ার্স ড্রাফট শেষ হয়েছে। আজ সোমবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় একটি হোটেলে শুরু হয় ড্রাফট অনুষ্ঠান। যেখানে অংশ নেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির মালিক, কর্মকর্তা থেকে শুরু করে অনেক সাবেক-বর্তমান ক্রিকেটাররা।

নিলাম থেকে প্রথম রাউন্ডে নাহিদ রানাকে কেনে রংপুর রাইডার্স। পরে সাইফ হাসান, সৌম্য সরকারদের নিয়ে দল ভারী করেছে রংপুর।

এবারের প্লেয়ার্স ড্রাফটে প্রথম দফায় সবার আগে খেলোয়াড় ডাকার সুযোগ পায় দুর্বার রাজশাহী। পদ্মা পাড়ের দলটি প্রথম ডাকে দলে নেয় পেসার তাসকিন আহমেদকে। ড্রাফট থেকে চট্টগ্রাম নিয়েছে শামীম হোসেন, পারভেজ হোসেন, আলিস আল ইসলামকে। খুলনা দলে টেনেছে হাসান মাহমুদ, নাইম শেখ, ইমরুল কায়েসদের।

চায়ের নগরী সিলেট স্ট্রাইকার্সের প্রথম পছন্দ ছিলেন রনি তালুকদার। পরে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকেও দলে টানে সিলেট।

ঢালিউড মেগাস্টার শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস ড্রাফট থেকে প্রথমে তুলে নেয় লিটন দাসলে। এরপর হাবিবুর রহমান, মুকিদুল ইসলাম মুগ্ধদের দলে টানে তারা।

আসরের বর্তমান চ্যাম্পিয়নও ফরচুন বরিশাল ডিরেক্ট সাইনিংয়ে তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের দলে নেওয়ার পর ড্রাফট থেকে তুলেছে মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেনকে।

কোন দল ড্রাফট থেকে কাকে নিলো

দুর্বার রাজশাহী
দেশি: এনামুল হক, তাসকিন আহমেদ, জিশান আলম, ইয়াসির আলী, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, এসএম মেহরাব হোসেন, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ।

বিদেশি: সাদ নাসিম, লাহিরু সামারাকুন।

ঢাকা ক্যাপিটাল
দেশি: মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান, লিটন দাস, হাবিবুর রহমান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ, মুশফিক হাসান, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান, শাহাদাত হোসেন।

বিদেশি: থিসারা পেরেরা, জনসন চার্লস, শাহনেওয়াজ দাহানি, মীর হামজা, স্টিফেন এসকিনেজি, সাইম আইয়ুব, আমির হামজা।

চট্টগ্রাম কিংস
দেশি: সাকিব আল হাসান, শরীফুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ, মার্শাল আইয়ুব।

বিদেশি: মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দো, গ্রাহাম ক্লার্ক, থমাস ও’কনেল।

খুলনা টাইগার্স
দেশি: মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম, আবু হায়দার, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান, মাহমুদুল হাসান।

বিদেশি: ওশানে থমাস, মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরি, মোহাম্মদ নেওয়াজ।

রংপুর রাইডার্স
দেশি: নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম, তৌফিক খান।

বিদেশি: অ্যালেক্স হেলস, খুশদিল শাহ, আল্লাহ গজনফর, স্টিভেন রায়ান টেলর, সৌরভ নেত্রবালকার, আকিফ জাভেদ, কার্টিস ক্যাম্ফার।

সিলেট স্টাইকার্স
দেশি: জাকির হাসান, জাকের আলী, তানজিম হাসান, রনি তালুকদার, মাশরাফী বিন মোর্ত্তজা, আল আমিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম।

বিদেশি: পল স্টার্লিং, জর্জ মানসি, রাহকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি, রিস টপলি।

ফরচুন বরিশাল
দেশি: তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম।

বিদেশি: ডেভিড মালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী, ফাহিম আশরাফ, আলী মোহাম্মদ, খান জাহানদাদ, জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, নান্দ্রে বার্গার।

Similar Articles

Advertismentspot_img

Most Popular