বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান !

0
23

নিউজ ডেস্ক:

প্রথমবারের মতো ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি রা’দ নামের এই ক্ষেপণাস্ত্রটি বিমান থেকে ভূমিতে ও সমুদ্রে নিক্ষেপ করা যাবে।

ক্রুজ ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি খুবই জটিল। শুধুমাত্র বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের কাছে এই প্রযুক্তি রয়েছে। ইসলামাবাদ সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানিয়েছে, রা’দ ক্ষেপণাস্ত্রের পাল্লা ৩৫০ কিলোমিটার এবং অত্যন্ত উন্নত প্রযুক্তি ব্যবহার করায় নিখুঁতভাবে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। আরও জানানো হয়েছে যে, রা’দ ক্ষেপণাস্ত্র ভূপৃষ্ঠের খুব কাছ দিয়ে উড়ে যেতে পারে এবং শত্রুর রাডার ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম।

এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হওয়ায় প্রকল্পের সঙ্গে জড়িত বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন দেশটির সরকার প্রধান। প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই মিসাইলের পরীক্ষা সফল হওয়াতে দেশের সেনাবাহিনী আরও শক্তিশালী হল।