বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বিদ্যুৎ খাতের উন্নয়নে ৫০০০ কোটি টাকা ঋণ দেবে এডিবি !

নিউজ ডেস্ক:

বিদ্যুৎ খাতের উন্নয়নে ৬১৬ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ৮০ টাকা বিনিময় হারে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ হয় প্রায় ৪ হাজার ৯২৮ কোটি টাকা। গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে এডিবির ঋণচুক্তি স্বাক্ষর হয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিকুল আজম এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে জানানো হয়, চুক্তির আওতায় প্রাপ্য অর্থ বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার উন্নয়ন, বিতরণ সক্ষমতা বাড়ানো এবং নির্ভরযোগ্য বিদ্যুৎ প্রবেশাধিকার নিশ্চিত করতে ব্যবহার করা যাবে। পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড, ঢাকা বিদ্যুৎ সরবরাহ কোম্পানি লিমিটেড- ডেসকো এবং বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ড এ কাজ করবে।

এ ছাড়া এই ঋণের টাকায় পল্লি অঞ্চলে ৫০ হাজার বিদ্যুতের লাইন স্থাপনের কাজ করা হবে। একই সঙ্গে দক্ষিণাঞ্চলে ৪০০ কেভি ট্রান্সমিটার স্থাপনের কাজও করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। প্রকল্পটির মেয়াদকাল ধরা হয়েছে ২০২০ সাল পর্যন্ত। এতে মোট ব্যয় হবে ১ হাজার ৫৭ মিলিয়ন ডলার। সরকার নিজস্ব তহবিল থেকে সরবরাহ করবে ৪৩৯ মিলিয়ন ডলার। এ ছাড়া জাপান থেকে ২ মিলিয়ন ডলার আসবে।

৫ বছর গ্রেস পিরিয়ডসহ সরকার ২৫ বছরে এই অর্থ পরিশোধ করতে পারবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular