বিদ্যুতে ‘ইনডেমনিটি’র আওতায় হওয়া চুক্তির তথ্য চেয়েছে কমিটি

0
1

বিদ্যুৎখাতে বিশেষ ক্ষমতা আইনে সম্পাদিত চুক্তিগুলোর বিস্তারিত তথ্য এক সপ্তাহের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানির বিশেষ ক্ষমতা আইনে সম্পাদিত চুক্তির পর্যালোচনা কমিটির আহ্বায়ক অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর খিলক্ষেতে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনে গঠিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে এ কথা বলেন।

তিনি জানান, আগামী ২৮ সেপ্টেম্বর বিদ্যুতের ইনডেমনিটি আইন পর্যালোচনা কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠক শেষে কমিটির আহ্বায়ক জানান, কোনোভাবেই কাউকে ভয় দেখানো এই কমিটির কাজ নয়। গেল আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদে এই বিশেষ আইনের আওতায় ৯০টি বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি সই হয়। এগুলোর সবগুলো না হলেও আলোচিত বিদ্যুৎকেন্দ্রগুলোর চুক্তি পর্যালোচনা করবে কমিটি।