বিদ্যালয়ে আগুন : সন্দেহভাজন রঞ্জুর ফের রিমান্ড আবেদন

0
31

নিউজ ডেস্ক:

গাইবান্ধার সদর উপজেলার কুন্দেরপাড়া গণ-উন্নয়ন একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় প্রধান সন্দেহভাজন রঞ্জু মিয়ার (৩০) দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

গতকাল শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড আবেদন করা হয়।
আদালতের বিচারক জয়নুল আবেদিন রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন।
এর আগে, মঙ্গলবার রঞ্জুকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মেহেদী হাসান জানান, রঞ্জু মিয়াকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে স্কুল পোড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। রিমান্ড শেষে শুক্রবার সন্ধ্যায় রঞ্জুকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন বিচারক।

প্রসঙ্গত, ২০০৩ সালে প্রতিষ্ঠিত গণ-উন্নয়ন একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ে গত ২৬ জানুয়ারি রাতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ গাইবান্ধা সদর থানায় একটি নাশকতা মামলা দায়ের করেন।