বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বিদেশী পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক:ঝিনাইদহের কালীগঞ্জে জনপ্রিয় এন্টারপ্রাইজের সামনে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মো. জোয়েব হোসেন শাকির (৪২) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করছে র‌্যাব-৬। এ সময় তাঁর কাছ থেকে ৪টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তাঁকে আটক করা হয়। আটক জোয়েব হোসেন শাকির যশোরের বারান্দিপাড়া এলাকার আব্দুল আউয়ালের ছেলে। সিপিসি-২, ঝিনাইদহ র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা থেকে অস্ত্র, গুলি, ম্যাগজিনসহ একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি পেশায় একজন ইজিবাইকের ব্যাটারির ব্যবসায়ী। ব্যাটারি ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন যাবৎ তিনি অস্ত্রের ব্যবসা করে আসছেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular