নিউজ ডেস্ক:
বাংলাদেশ কর্মরত অবৈধ বিদেশি নাগরিকদের আয়করের আওতায় আনার লক্ষ্যে নিয়োগকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অধিক সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বিদেশি নাগরিক নিয়োগের ক্ষেত্রে বিধিবিধান যথাযথভাবে পরিপালনের জন্য বিশেষভাবে অনুরোধ করে সম্প্রতি গণবিজ্ঞপ্তি জারি করেছে সংস্থাটি। অন্যথায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক কার্যক্রম গ্রহণ করার কথা বলেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড দেশে একটি ব্যবসাবান্ধব, শিল্পবান্ধব ও বিনিয়োগবান্ধব পরিবেশ প্রতিষ্ঠায় অব্যাহত প্রয়াস চালাচ্ছে। স্বনির্ভর ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এনবিআর সকলের সহযোগিতায় রাজস্ব আহরণে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশে উন্নয়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশে বিদেশি নাগরিকদের কাজ করার সুযোগ বিরাজ করেছে। পৃথিবীর অন্যান্য উন্নত দেশের ন্যায় বাংলাদেশেরও বিদেশি নাগরিকের উপার্জিত আয়ের ওপর বিদ্যমান আয়কর বিধান অনুসারে উৎসে কর কর্তনের বিধানসহ আয়কর প্রদানের বাধ্যবাধকতা রয়েছে। সে প্রেক্ষিতে সকল কোম্পানি, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, এনজিও, হোটেল ও রেস্টুরেন্ট ইত্যাদি প্রতিষ্ঠানে যেখানে বিদেশি নাগরিকগণ নিয়োজিত আছেন বা ভবিষ্যতে নিয়োগ পেতে পারেন, সে সকল প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের প্রতি বিদেশি নাগরিকদের নিয়োগ এবং আয়কর বিধিবিধান পরিপালনের জন্য বিশেষ দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, কোন ব্যক্তি ও প্রতিষ্ঠান বাংলাদেশ বিনিয়োগ বোর্ড বা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিআইডিএ) অনুমোদন ব্যতীত অবৈধভাবে বিদেশি নাগরিকদের কর্মে নিয়োজিত করলে আয়কর আইনে উক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর পাঁচ লাখ টাকা বা প্রদেয় আয়করের ৫০ শতাংশের অতিরিক্ত আয়কর আরোপ করার এবং তাদের কর অবকাশ সুবিধা প্রত্যাহারের বিধান রয়েছে। এছাড়াও তিন বছর পর্যন্ত জেল এবং পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা ধার্য করার বিধান রয়েছে। উল্লেখিত বিষয়ের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে বিদেশী নাগরিক নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধিবিধানসমূহ যথাযথভাবে পরিপালনের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। অন্যথায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে শিগগিরই শাস্তিমূলক কার্যক্রম গ্রহণ করা হবে।
রাজস্ব বোর্ডের বিভিন্ন সূত্র অনুযায়ী, বাংলাদেশে প্রায় পাঁচ লাখ বিদেশী কাজ করেন। বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত থাকলেও যাদের অধিকাংশই আয়কর দিচ্ছেন না। একারণেই আয়কর না দেওয়া বিদেশী নাগরিকদের করের আওতায় আনার ব্যাপারে সতর্ক করেছে এনবিআর।
এদিকে, যে সকল বিদেশি নাগরিক আয়কর দাখিল করেননি তাদের খুঁজে বের করতে ঢাকা ও চট্টগ্রামে দুটি টাস্কফোর্স সক্রিয়ভাবে কাজ করছে।
এনবিআর সূত্রে জানা যায়, বর্তমানে আয়কর দেন প্রায় ১১ হাজার বিদেশি নাগরিক। অনেকেই আয়কর প্রদান না করে বাংলাদেশ ছেড়ে চলে যান। আবার অনেকে ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার পরও বছরের পর বছর কাজ করছেন। তাদের খুঁজে বের করতে কাজ করছে টাস্কফোর্স। বর্তমানে টাস্কফোর্স তিন লাখ বিদেশি নাগরিককে করের আওতায় আনার লক্ষে কাজ করছে।