নিউজ ডেস্ক:
দক্ষিণ চীন সাগরে বেইজিং-এর সেনা মহড়ার তীব্র নিন্দা করেছে ভিয়েতনাম। বিতর্কিত এই এলাকা নিয়ে দীর্ঘদিন ধরেই সংঘাত চলছে দুই দেশের মধ্যে।
এর একটা বড় অংশ চীন দাবি করে এসেছে বারবার। আর এই পরিস্থিতির মাঝে দ্বিতীয়বারের মতো সেনা মহড়ায় নামল চীন।
সূত্রের খবর, চীনের পদক্ষেপগুলো নিয়ে ক্ষোভ রয়েছে ভিয়েতনামের এবং ভিয়েতনামের সার্বভৌমত্বকে সম্মান জানানোর অনুরোধও করা হয় চীনকে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লে থি থু হ্যাং এ তথ্য জানান।
প্রসঙ্গত, গত জুনেই একটি খবর থেকে জানা যায়, দক্ষিণ চীন সাগরে চীনের অধিপত্য বিস্তারের অভিসন্ধি নস্যাৎ করতে একজোট হয়েছে ভারত ও ভিয়েতনাম।
উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরে অবস্থিত ওএনজিসি বিদেশ-এর স্থায়িত্বকাল আরও দু’বছরের জন্য বাড়িয়ে দেয় ভিয়েতনাম। বিতর্কিত এই সাগরে তাদের অধিকৃত অংশেই গড়ে উঠেছিল এই ফার্মটি। অন্যদিকে, ডোকালাম ইস্যু নিয়ে দীর্ঘদিন ধরে চলা ভারত-চীনের সংঘাত সমাধানের মুখ দেখে। চীনের জিয়ামেন শহরে দ্বিপাক্ষিক বৈঠকেও দুই দেশ শান্তির পথে হাঁটার ওপরই জোর দেয়। তবে ভারত এবং মায়ানমারের ঘনিষ্ঠতা ভারত-চীনকে আবারও মুখোমুখি দাঁড় করাতে পারে বলে আশঙ্কা অনেকের।