বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বিতর্কিত ডোকালাম থেকে একচুলও নড়বে না ভারতীয় সেনারা !

নিউজ ডেস্ক:

ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ হাজার ফুট উপরে বিতর্কিত ডোকালাম অঞ্চল থেকে সরছে না ভারতীয় সেনারা। চীনা সেনা সেখান থেকে না পেছালে ভারতও একচুল নড়বে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, ডোকালামে মোতায়েনরত সেনাদের খাবারসহ যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী প্রতিনিয়ত পাঠানো হচ্ছে। ওই জোগানে যাতে কোনো বিঘ্ন না ঘটে, তার জন্য বিশেষ নজরও দেয়া হচ্ছে। এছাড়া এক সেনা কর্মকর্তা জানান, চীনের কোনো চাপের কাছে নতিস্বীকার করবে না ভারত। তবে, একইসঙ্গে তিনি আরো জানান, এই সমস্যার সমাধান কূটনৈতিক ভাবেই সম্ভবত।

এদিকে, চীন কোনো আপোসে যেতে রাজি নয় বলে জানা গেছে। তাদের দাবি, সমস্যা সমাধান করতে বা সংঘাতের আবহাওয়াকে নিষ্ক্রিয় করতে ভারতকেই উদ্যোগী হতে হবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular