বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বিডার নির্বাহী পরিষদের ৭ম সভা অনুষ্ঠিত !

নিউজ ডেস্ক:

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী পরিষদের ৭ম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলামের সভাপতিত্বে উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। সভায় বিডার নির্বাহী সদস্য মো. আলতাফ হোসেন ও নাভাস চন্দ্র মণ্ডল, সচিব অজিত কুমার পাল এফসিএসহ সংস্থার সংশ্লিষ্ট পরিচালক ও উপপরিচালকরা উপস্থিত ছিলেন।

সভায় বিডার অর্গানোগ্রাম ও সংশ্লিষ্ট তথ্যাদি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতামতসহ দ্রুত জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ, বিদেশে বাংলাদেশের বিনিয়োগসংক্রান্ত নীতিমালা প্রণয়ন বিষয়ে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সমন্বয়ে দ্রুত আন্তঃমন্ত্রণালয় মতবিনিময় সভা আহ্বান জানানো হয়।

এছাড়া দেশীয় শিল্প উদ্যোক্তাদের গ্লোবাল ভ্যালু চেইন-এ সম্পৃক্তকরণে লিংকেজ ডেভেলপমেন্ট প্রোগ্রাম বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। এই প্রোগ্রামের আওতায় নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়সহ খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর সহায়তা নিয়ে প্রশিক্ষণ মডিউল চূড়ান্তকরণের বিষয়েও আলোচনা হয়। অনুষ্ঠানে ভারতসহ প্রতিবেশী দেশসমূহের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশে অর্থনৈতিক করিডোর বাস্তবায়নের সুফল সংক্রান্ত একটি কি-নোট উপস্থাপন করা হয়।

এছাড়া সভায় ভূমি মন্ত্রণালয়ের প্রতিনিধি অন্তর্ভুক্তিকরণ, রেমিট্যান্স, রয়্যালটি, টেকনিকাল নো-হাউ ও অন্যান্য টেকনিক্যাল ফিস প্রত্যাবাসন প্রস্তাব অনুমোদন, পারমিশন ফি ফান্ড থেকে ব্যয়, দেশি-বিদেশি বিভিন্ন স্যুভেনির ও ম্যাগাজিনে বিজ্ঞাপন প্রদান ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular