বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

বিজয়ের মাসকে সামনে রেখে ১৪ দফা দাবী আদায়ের লক্ষ্যে বিএমএসএফ’র মাসব্যাপী কর্মসূচী ঘাষণা

রিপোর্ট : ইমাম বিমান: অাসন্ন জাতীয় বিজয় দিবসকে সামনে রেখে বিজয়ের অাশ্বাসে সাংবাদিকদের ১৪ দফা দাবী অাদায় ও বাস্তবায়নের লক্ষ্যে ( ডিসেম্বর ২০১৭ )  মাসব্যাপী ” বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ” বিএমএসএফ’র  কর্মসূচি ঘোষনা।
সাংবাদিকদর ১৪ দফা দাবী আদায় ও বাস্তবায়নর লক্ষ ডিসম্বর মাসে নানা কর্মসূচী ঘোষণা করেছে বাংলাদশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।
রোববার দুপুর বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঝালকাঠি জেলা শাখা কার্যালয়ের সভা কক্ষে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এ কর্মসূচী ঘোষণা করেন।

মাসব্যাপী কর্মসূচীর মধ্য রয়েছে ১লা ডিসেম্বর বিজয়ের শুভলগ্নে জেলা/উপজেলা পর্যায় থেকে বিজয় র‌্যালী ও শোভাযাত্রার মাধম্যে সাংবাদিকদের ১৪ দফা বাস্তবায়নের লক্ষ্যে একমাস ব্যাপী দাবী তোলার কর্মসূচি শুরু হবে। পরে ১০ ডিসম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ ‘‘বিজয়র ৪৭ বছর ও আমাদর গণমাধ্যম শীর্ষক আলাচনা সভা। ১৬ ডিসম্বর বিজয় দিবস উপলক্ষ জাতীয় কর্মসূচী উদযাপন ও ২০ ডিসম্বর সাংবাদিকদের শিশু সন্তাদের  নিয়ে চিত্রাংকন, যেকোন বয়সীদের নিয়ে রচনা ও কুইজ প্রতিযোগীতা। ২৬ ডিসম্বর ‘‘অবিলম্ব সরকার কতৃক সারাদেশের পেশাদার সাংবাদিকদ ও প্রণীত তালিকা ঘোষণা, সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন, সাংবাদিক নির্যাতন বন্ধ,  সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়ণ, সাংবাদিক নিপিড়নকারী ৫৭ ধারা বাতিল, সরকারী-বেসরকারী পর্যায়ে পিআরও পদে প্রকৃত সাংবাদিক নিয়োগ, প্রতিটি গণমাধ্যম কল্যান ফান্ড গড়ে তোলা, বার কাউন্সিলের ন্যায় আইনজীবিদের যেভাব নিয়ন্ত্রন করা হয় তদ্রুপ বাংলাদশ প্রেস কাউন্সিল কতৃক সাংবাদিকদেরকেও নিয়ন্ত্রন করা ও অবিলম্বে ৯ম ওয়েজবোর্ড ঘোষনা সহ ১৪দফা দাবী বাস্তবায়নর লক্ষ্যে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করতে হবে।
> বাংলাদশ মফস্বল সাংবাদিক ফারামর আওতাধীন সকল জেলা ও উপজেলার নেতৃবৃন্দ যথাযথভাবে কর্মসূচীসমুহ পালনের জন্য কদ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমদ আবু জাফর বিশেষ ভাবে অাহবান জানান।

Similar Articles

Advertismentspot_img

Most Popular