বিজয়ের জয়গান!

0
44

নিউজ ডেস্ক:

ডিসেম্বর বাঙালির বিজয়ের মাস। আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ উদযাপন করবে বিজয় দিবস। সময়ের পরিক্রমায় বাঙালি জাতি তার বিজয় কেতন তুলে দিয়েছে নতুন প্রজন্মের হাতে। যারা এ দেশকে এগিয়ে নিয়ে যাবে। যাদের মেধা-মনন আর দেশপ্রেম সমুন্নত রাখবে আমাদের বিজয়ের অহঙ্কার। প্রতি বছর আমাদের তরুণ প্রজন্ম গভীর শ্রদ্ধা ও দেশপ্রেমের প্রগাঢ় চেতনা নিয়ে উদযাপন করে বিজয়ের এ দিনটিকে।
বিজয় দিবসে তরুণদের ভাবনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সের শিক্ষার্থী জুনায়েদ এসেছিলেন আজিজ সুপার মার্কেটের একটি দোকানে বিজয় দিবসের জন্য পোশাক কিনতে। তার কাছে জানতে চাওয়া হলোÑ কেন তিনি বিজয় দিবসের জন্য পোশাক কিনছেন? জুনায়েদ বললেন, পোশাকের মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করা বেশ সহজ। আমাদের পতাকার লাল-সবুজ রঙ নানা আঙ্গিকে ব্যবহার করে তৈরি করা হয় বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের পোশাক। সেই সাথে মোটিফ হিসেবে থাকে মানচিত্র, পতাকা, কবিতার লাইন ও বৃত্তসহ বাংলাদের বিজয়ের নানা প্রতিচিত্র। আমার মনে হয়, জন্মভূমির প্রতি নিজের মমত্ব, শ্রদ্ধা ও সম্মান জানানোর একটি বড় মাধ্যম হতে পারে পোশাক। শুধু তাই নয়, এমন একটি পোশাক পরার পর নিজের মধ্যেই স্বদেশপ্রেমের চেতনাকে অনুভূত করতে পারি আরো জোরালোভাবে।
আনিকা তাবাসসুম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ করছেন। ১৬ ডিসেম্বর নিয়ে কিভাবে ভাবেন, সে বিষয়ে জানতে চাওয়া হলে তিনি আবেগপ্রবণ হয়ে বলেনÑ ১৬ ডিসেম্বর আমাদের বিজয়ের দিন। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এ জন্মভূমি বাংলাদেশ। এ দিন আমাদের গৌরব ও অহঙ্কারের দিন। স্বদেশপ্রেমের চেতনায় নতুন করে উজ্জীবিত হওয়ার দিন। কারণ বিজয় আমাদের দিয়েছে নিজস্ব মানচিত্র, পতাকা ও পরিচিতি। এ পতাকাকে সমুন্নত রাখার দায়িত্বও তাই আমাদের।
১৬ ডিসেম্বর শুধু একটি দিবস নয়, আমাদের জন্য এ দিনটির গুরুত্ব অনেক বেশি। কারণ এ দিনেই আমরা পেয়েছি আমাদের প্রিয় দেশ পৃথিবীর বুকে একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে বাঁচার স্বীকৃতি। নিজেদের লাল-সবুজ পতাকা। বিশ্বের দেশে দেশে আজ যে অস্থিরতা চলছে, সেদিকে লক্ষ করলেই বোঝা যায়, একটি স্বাধীন দেশের নাগরিক হওয়া কতটা সৌভাগ্যের বিষয়।
বিজয় দিবসে আবার নতুন করে আমাদের ভাবতে হবে স্বদেশের মর্যাদার বিষয়ে। নতুন করে অন্তরে ধারণ করতে হবে আমাদের এ গৌরব আর অহঙ্কারকে। অঙ্গীকার করতে হবে এ মানচিত্র ও পতাকাকে সমুন্নত রাখার বিষয়ে। স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার পাশাপাশি নিজের দেশকে আরো সুন্দর সমৃদ্ধি ও শান্তির পথে নিয়ে যাওয়ার প্রচেষ্টাও থাকতে হবে। বিজয় অর্জনই শেষ কথা নয়, বিজয়কে সমুন্নত রাখার অঙ্গীকার করতে হবে। তখনই সার্থক হয়ে উঠবে আমাদের বিজয় দিবস উদযাপন।