নিউজ ডেস্ক:
সম্প্রতি প্রকাশ্যে এসেছে অদ্ভুত একটি ভিডিও। এক বিমান সংস্থার বিজ্ঞাপনে নগ্ন অবস্থায় বিমান সেবিকাদের দেখানো হয়েছে। শুধু মাথার টুপি খুলে নিজেদের লজ্জাস্থান ঢেকেছেন তাঁরা। আর এই বিজ্ঞাপন প্রচারিত হতেই সোশ্যাল মিডিয়ায় উঠেছে বিতর্কের ঝড়।
কাজাখাস্তানে তৈরি হয়েছে সেই বিজ্ঞাপন। Chocotravel নামে সেই দেশের এক বিমান সংস্থার বিজ্ঞাপন এটি। যেখানে কয়েকজন মডেলকে বিমান সেবিকা হিসেবে দেখানো হয়েছে। তাদের পরনে শুধুই হ্যাট আর গলায় ‘বো’।
বিজ্ঞাপন শুরু হওয়ার পর দেখা যাচ্ছে সেই হ্যাট খুলে গোপনাঙ্গে ঢাকছেন তারা। ৩১ সেকেন্ডের সেই ভিডিও ক্লিপ যথেষ্ট বিতর্ক তৈরি করেছে। এই ধরনের বিজ্ঞাপন নিম্নরুচির পরিচয় বলে মন্তব্য করেছেন অনেকে।
Chocotravel সংস্থার ডিরেক্টর নিকোলায় ম্যাজেনসেভ ফেসবুকে লিখেছেন, ‘বিজ্ঞাপনটি সাহসী। তবে কারও আবেগে আঘাত দেওয়ার জন্য তৈরি করা হয়নি, যদি সেটা হয়ে থাকে, তাহলে তার জন্য দুঃখিত।’
তিনি আরও বলেছেন যে, কোনও সি বিচে আর সুইমিং পুলে যা দেখা যায়, ততটাই দেখানো হয়েছে।’