বিজ্ঞান গবেষণায় সেরা শাহজালাল বিশ্ববিদ্যালয়!

0
56

নিউজ ডেস্ক:

বিজ্ঞান গবেষণায় দেশের সবগুলো বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে শীর্ষ স্থান দখল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সম্প্রতি গবেষণা, উদ্ভাবন ও সমাজে এর প্রভাব বিবেচনায় নিয়ে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে স্পেনের সিমাগো রিসার্চ গ্রুপ ও যুক্তরাষ্ট্রের স্কপাস।

প্রকাশিত তালিকায় স্থান পেয়েছে বিজ্ঞান গবেষণায় নেতৃস্থানীয় বাংলাদেশের ১১টি প্রতিষ্ঠান। এতে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্মিলিত তালিকায় প্রথম স্থান দখল করেছে সেন্টার ফর হেলথ অ্যান্ড পপুলেশন রিসার্চ (আইসিডিডিআরবি)।

এর পরেই নামিদামি সব বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে দেশীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান দখল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

সম্মিলিত তালিকায় দ্বিতীয় ও বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থানে থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশ্ব র‌্যাংকিংয়ে ৬১০তম। পরের স্থানগুলোয় রয়েছে যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যাল।

শাবি উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া দৈনিক আমাদের সময়কে বলেন, এটা আমাদের ধারাবাহিক প্রচেষ্টার ফসল। প্রতিষ্ঠালগ্ন থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ডিজিটাল বাংলাদেশ গঠন ও দেশের আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

উল্লেখ্য, এর আগেও ওয়েবমেট্রিক্স কর্র্তৃক প্রকাশিত বিশ্ব র‌্যাংকিংয়ে ২৪০০ তম এবং বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেয়েছিলো দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর বিশ্ববিদ্যালয়টি।

স্পেনের বেশ কয়েকটি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের সমন্বয়ে পরিচালিত হয় সিমাগো রিসার্চ গ্রুপ। আর একাডেমিক জার্নালের ডাটাবেজ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান স্কপাস।