এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি ঃ জাতীয় সংসদের হুইপ, দিনাজপুর-৩ আসনের এমপি ইকবালুর রহিম শিক্ষিত জাতি ছাড়া দেশের উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয় উল্লেখ করে বলেন, বিশ্বয়ানের এ যুগে শিক্ষিত মানুষ গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা খাতে প্রচুর বরাদ্দ দিয়েছে। বিনামুল্যে বই বিতরনসহ স্কুল কলেজগুলোকে ডিজিটাল পদ্ধতিতে আনা হয়েছে। জ্ঞান, বিজ্ঞানের প্রতিভা বিকাশে স্কুল কলেজগুলো এখন শক্তিশালী হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য শিক্ষিত জাতি হিসেবে বিশ্বে মাথা উচু করে দাড়াবে বাংলাদেশ।
২৪ ফেব্রæয়ারী শনিবার হুইপ ইকবালুর রহিম এমপি ১ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে দিনাজপুর সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়নের ঘোষপুর ও বীরগাও উচ্চ বিদ্যালয়ে ৪তলা ও একাডেমীক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বক্তব্য রাখেন ২নং সুন্দরবন ইউনিয়নের চেয়ারম্যান অশোক কুমার রায়, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার, সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দুলাল উদ্দীন, কোতয়ালী যুবলীগের সভাপতি হেলাল উদ্দীন, সাধারন সম্পাদক নুরে আলম, শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শেখ মোঃ শাহ আলম প্রমুখ।