নিউজ ডেস্ক:
বকেয়া বেতন পরিশোধের দাবিতে বাড্ডা এলাকার শামস গার্মেন্টসের শ্রমিকরা রাজধানীর হাতিরঝিলে বিজিএমইএ ভবন ঘেরাও করে বিক্ষোভ করছেন বলে জানা গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বিজিএমইএ ভবনের সামনে তারা অবস্থান নেন।
এ ব্যাপারে রমনা থানার ওসি জানান, শ্রমিকরা বিজিএমইএ ভবনের সামনে অবস্থান নিয়েছেন। তাদের বোঝানোর চেষ্টা চলছে। মালিক ও বিজিএমইএ কর্তৃপক্ষ আসার পর এ বিষয়ে সুরাহা হতে পারে। তবে গার্মেন্টসটির মালিক মো. রেজা বর্তমানে বিদেশে অবস্থান করছেন।
এদিকে শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, মধ্য বাড্ডার শামস গার্মেন্টসটিতে প্রায় ৫০০ শ্রমিক কাজ করেন। ৪ জুন কাজ করে তারা বাসায় যান। ৫ জুন কারখানায় এসে দেখেন গেটে তালা। কোনো পূর্ব নোটিশ ছাড়াই গার্মেন্টস বন্ধ করে দেয়া হয়েছে। বেতন-ওভারটাইম কিছুই দেয়া হয়নি বলে অভিযোগ করেন শ্রমিকরা। এছাড়া, বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত বিজিএমইএ ভবনের সামনে থেকে তারা সরবেন না বলেও জানানো হয়েছে।
প্রসঙ্গত, পাওনা ও ওভারটাইমের দাবিতে সোমবার তারা বিজিএমইএ ভবনের সামনে অবস্থান নেন। পরে এদিন মধ্যরাত পর্যন্ত এ বিষয়ে দফায় দফায় বৈঠক হয়। কিন্তু তাতে দাবি দাওয়া নিষ্পত্তি না হওয়ায় আজও সেখানে অবস্থান নিয়েছেন শ্রমিকরা।