বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

বিচ্ছেদের পরও স্বামীর জন্মদিন পালনে মালাইকা !

নিউজ ডেস্ক:

নানা কারণে দীর্ঘ পথ পাড়িয়ে দিয়েও আরবাজ খানের সঙ্গে দাম্পত্যের অবসান ঘটিয়েছেন মালাইকা আরোরা। গত ৪ আগস্ট ৫০ পূর্ণ করেন বলিউড অভিনেতা-নির্মাতা আরবাজ।

স্বামী সাবেক হয়ে গেলেও তার জন্মদিন পালন করেছেন মালাইকা। ঘটা করে পার্টিতেও যোগ দিয়েছেন। কোনো লুকোচুরি নয়, ছবি তুলেছেন এক সঙ্গে। পার্টির ছবি-ভিডিও সব শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। সেখানেও আরবাজকে শুভকামনা জানিয়েছেন মালাইকা। লিখেছেন, সবসময় ভালো থেকো, সুখে থেকো।

শুধু মালাইকা একা নন, তার বাবা-মাও হাজির হয়েছিলেন পার্টিতে। আরবাজের বড় ভাই সালমান, সোহেল, বাবা সেলিম খানসহ পার্টিতে পুরো খান পরিবারই জন্মদিনে উপস্থিত ছিল। তারকাবহুল সেই পার্টিতে ছিলেন কারিশমা কাপুর, তার প্রেমিক সন্দীপ, সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম, সালমানের কথিত প্রেমিকা লুলিয়া, সোনাক্ষী সিনহা, সানি লিওন, তার স্বামী ড্যানিয়েল, সঞ্জয় কাপুর, বাবা সিদ্দিকী, ববি দেওলসহ অনেকে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular