নিউজ ডেস্ক:
এবার ষোড়শ সংশোধনী রায়ের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন বলেন, জনগণের মনে আঘাত দিয়ে, উপযাজক হয়ে বিচার ব্যবস্থা চালু রাখা সম্ভব নয়। যে দেশে বিচার ব্যবস্থায় আস্থার সংকট দেখা দেয়, সেদেশে প্রলংয়কারী ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়।
গতকাল শুক্রবার দুপুরে মাদারীপুরে শিবচরে শেখ হাসিনার নামে সড়ক ও সেতু উদ্বোধনকালে এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
এলজিআরডি মন্ত্রী বলেন, প্রধান বিচারপতি যে রায় দিয়েছেন তা ব্যাপকভাবে অসাংবিধানিক ও অনৈতিক কথা বার্তার অবতারণ করেছেন। এমন কি রায়ে বঙ্গবন্ধ শেখ মুজিবর রহমানকে নিয়েও কটাক্ষ করতে দ্বিধা করেননি। যা এই সভার মাধ্যমে ধিক্কার জানাই। তিনি আরো বলেন, আমরা অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, যে সমস্ত অনাকাঙ্খিত বিষয় রায়ে উল্লেখ আছে, তা পুনঃবিবেচনা করার অনুরোধ করছি।
সভায় উপস্থিত ছিলেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, জেলা পরিষদ প্রশাসক মিয়াজউদ্দিন খান, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ, মাদারীপুর জেলা প্রশাসক মোঃ ওহিদুল ইসলাম, পুলিশ সুপার ছরোয়ার হোসেন, বৃহত্তর ফরিদপুর প্রকল্পের পিডি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মাদারীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মলয় কুমার চক্রবর্ত্তী, শিবচর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার ইমরান আহমেদ, শিবচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুদ্দিন খান, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিমসহ সরকারী-বেসরকারী উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পরে মন্ত্রী বাঁশকান্দি ইউনিয়নের সম্ভুকে মাদারীপুর শিবচর সড়কে আড়িয়াল খা নদীর উপর ৫২০ মিটার দীর্ঘ এবং ৯.৮০ মিটার প্রস্থ ‘শেখ কামাল’ সেতুর উদ্বোধন করেন। এর আগে মন্ত্রী ময়না কাটা নদীর উপর ১০০ মিটার দীর্ঘ ৭.৩৬ মিটার প্রস্থের “শেখ হাসিনা” সেতুর ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অর্থায়ন করেছে। এছাড়াও তিনি শিবচরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।