বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, কড়া প্রতিবাদ বিজিবির

0
1

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে আনোয়ার হোসেন (৪০) নামে এক বাংলাদেশি নিহতের ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ব্যাপারে একটি প্রতিবাদলিপি বিএসএফের কাছে পাঠিয়েছে বিজিবি।

নিহত আনোয়ার তেতুঁলিয়া উপজেলার দেবনগরের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে।

আজ শুক্রবার (৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টায় বিজিবির নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধীনস্থ ঘাগড়া বিওপির দুইটি টহলদল মোমিনপাড়া সীমান্তে নিয়মিত টহল পরিচালনাকালে সীমান্ত পিলার ৭৫১/৮-এস এবং ৯-এস এর মধ্যবর্তী শূন্যরেখা থেকে প্রায় ১৫ গজ ভারতের অভ্যন্তরে শিংপাড়া এলাকায় গুলির শব্দ শুনতে পাওয়া যায়।

বিএসএফের সূত্র অনুযায়ী, চানাকিয়া ক্যাম্পের সদস্যরা সীমান্তের ১০০ গজ ভেতরে কয়েকজন চোরাকারবারীকে গরু পাচারের চেষ্টাকালে দেখতে পায়। বাধা দিলে চোরাকারবারীরা আক্রমণাত্মক আচরণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএসএফ ৩-৪ রাউন্ড গুলি চালায়, এতে একজন বাংলাদেশি ওই যুবক নিহত হয়।

ঘটনাস্থল থেকে বিএসএফ দুটি ভারতীয় গরু আটক করেছে। অন্যদিকে, বিজিবি মোমিনপাড়া সীমান্ত থেকে একটি গরু জব্দ করেছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত হত্যাকাণ্ড বন্ধে ও অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের টহল কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। একইসঙ্গে সীমান্তবর্তী জনগণের মাঝে জনসচেতনতা বাড়াতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা ও কার্যক্রম চালানো হচ্ছে।

বিজিবি জানায়, বিএসএফের সঙ্গে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। নিহত আনোয়ারের লাশ তার পরিবারের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়াও চলছে।

সীমান্ত হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তারা এই বিষয়ে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো প্রতিবাদ জানিয়েছে। সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।