বিএবি’র নতুন সভাপতি ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই

0
1

বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)’র সভাপতি হলেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। প্রায় ১৭ বছর পরে নতুন নেতৃত্ব আসল বিএবি’তে। এর আগে এই সংগঠনটির চেয়ারম্যান ছিলেন, এক্সিম ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার।

বিএবি হলো, বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের একটি সংগঠন।

সংগঠনটির সর্বশেষ চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ২০০৮ সালের জানুয়ারি থেকে টানা সভাপতির পদে ছিলেন। যদিও বিএবির সংঘ স্মারক অনুযায়ী, এক কমিটির মেয়াদ তিন বছর। তবে এর আগে ১৯৯৩ সালে সংগঠনটি প্রতিষ্ঠার পর চেয়ারম্যান পদে একজন টানা পাঁচ বছর ছিলেন।গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর নজরুল ইসলাম মজুমদারকে এক্সিম ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেয় কেন্দ্রীয় ব্যাংক। ফলে বিএবির চেয়ারম্যান পদও হারান তিনি। তার নেতৃত্বে থাকাকালীন সময়ে বিএবি’র বিরুদ্ধে দুর্নীতি ও নানান অনিয়মের অভিযোগ ছিল।