রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

বিএনপি নেত্রী রুমিন ফারহানা করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

বুধবার বেলা ১২টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়ে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।ফেসবুকে দেয়া পোস্টে রুমিন ফারহানা বলেন, ‘আমি করোনা পজিটিভ। আমার জন্য সবাই দোয়া করবেন।’

২০১৯ সালের ২৮ মে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংরক্ষিত নারী আসন-৫০ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন রুমিন ফারহানা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একমাত্র নারী সদস্য হিসেবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে ব্যারিস্টার রুমিন ফারহানা নয়া দিগন্তকে বলেন, গতকাল আমার করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আমি বর্তমানে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular