নিউজ ডেস্ক:
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বিএনপি-জামায়াত জোট যারা বিগত দিনে ক্ষমতায় ছিলো তারা দেশের কথা ভাবেনি, দেশ নিয়ে চিন্তাও করেনি। গতকাল শুক্রবার ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা তথ্য অফিসের উদ্যোগে সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশ কেন স্বাধীন হল, কী ভাবে হল তার সাথে তাদের সম্পৃক্ততা ছিল কি-না এ নিয়ে তাদের কোন যুক্তিসঙ্গত বক্তব্য নেই। বরং যারা এ দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধীতা, মানুষ হত্যা ও নারীর সম্ভ্রম নষ্ঠ করেছিল তাদের সাথে তারা জোট করে সরকার গঠন করেছিল। সেই বিরোধী শক্তি কখনো এ দেশের উন্নয়ন প্রত্যাশা করতে পারে না। কারণ সেই রাজনৈতিক জোট কখনো চায় না পাকিস্তানের চেয়ে এ দেশ উন্নত হোক।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার শাহ আলম, সিনিয়র সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাড. খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. ইউনুস লস্কর, জেলা তথ্য কর্মকর্তা রিয়াদুল ইসলাম প্রমুখ।