রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মি আটক : ৬টি বোমা উদ্ধার

আলমডাঙ্গায় নাশকতা পরিকল্পনার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান

চুয়াডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গায় নাশকতা পরিকল্পনার অভিযোগে ১১জন বিএনপি-জামায়াত কর্মিকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছে থেকে ৬টি বোমা উদ্ধার করে পুলিশ। গতকাল রবিবার রাত ১০টার দিকে উপজেলার আসমানখালি বাজার থেকে এদেরকে আটক করা হয়। আলমডাঙ্গা থানা সুত্রে জানা গেছে, গতকাল রবিবার আসমানখালি বাজারে নাশকতা চেষ্টায় বিএনপি-জামাতের কর্মিরা একত্রিত হলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে পারদূর্গাপুর গ্রামের হাসেম আলীর ছেলে খায়রুল ইসলাম (৪০), একই গ্রামের ফারুক হোসেনের ছেলে আব্দুল মান্নান (৫৮), হাটবোয়ালিয়া গ্রামের সমরু হুদার ছেলে সোহেল হুদা (৪১), একই গ্রামের মৃত রবিউল হুদার ছেলে আতাউল হুদা (৩৩), শালিখা গ্রামের আব্দুর বারীর ছেলে হাসানুজ্জামান (৩৩), একই গ্রামের হারুন অর রশীদের ছেলে আনিসুর রহমান (৫৫), মৃত নবিছদ্দিনের ছেলে রাজু আহমেদ (৪৩), গড়গড়ি গ্রামের মৃত মহব্বত আলীর ছেলে ইউনুস (৫০), একই গ্রামের বিশারত আলীর ছেলে দোলোয়ার(৩০), আলিয়াট নগর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে হেলাল উদ্দিন (৫০) ও নান্দবার গ্রামের আব্দুল কাদেরের ছেলে গোলাম রসুলকে (৪২) আটক করে। থানার ওসি (তদন্ত) লুৎফুল কবির জানান, আটককৃতরা আসমানখালি বাজারের ভুমি অফিস ও পশুহাসপাতালের মধ্যবর্তী স্থানে একত্রিত হয়ে নাশকতার পরিকল্পনা করছিলো। সংবাদ পেয়ে তাদেরকে আটক হয় এবং তাদের কাছ থেকে ৬টি বোমা উদ্ধার করা হয়। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করা হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular