বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বিএনপির ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা !

নিউজ ডেস্ক:

রাজধানীর নয়া পল্টনে ২০১৫ সালের জানুয়ারিতে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার একটি আদালত এ গ্রেফতারি পরোয়ানা জারি করে। অভিযুক্তের তালিকায় আছেন বিএনপির নেতা বরকত উল্লাহ বুলু, সেলিমা রহমান, ফারুক কামাল খান, শামসুর রহমান, শিমুল বিশ্বাস, আজিজুল বারি হেলাল এবং মীর শরাফত আলী সাফু।

আগামী ৫ এপ্রিলের মধ্যে পল্টন মডেল থানার ওসিকে এই গ্রেফতারি পরোয়ানা কার্যকরের প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন আদালত।

বিএনপির নেতা এমকে আনোয়ার, আমানউল্লাহ আমান, রিজভী আহমেদ, শওতম মাহমুদসহ মোট ১৩ জন এই মামলায় জামিনে রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৪ জানুয়ারি সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। পরে সেই মিছিল থেকেই রাজধানীর পুরানা পল্টনের রোকেয়া ম্যানশনের সামনে একটি ট্যাক্সি ক্যাবে আগুন ধরিয়ে দেয়া হয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular