নিউজ ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’ উপস্থাপনকে দেশের জন্য ইতিবাচক বলে মনে করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আই থিংক, দিস ইজ গুড, এটা তো দেশের জন্য ভালো। আজ সচিবালয়ে গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এমন মন্তব্য করেন।
বুধবার ঢাকার একটি হোটেলে দলের জন্য লক্ষ্য ঠিক করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে তার ‘ভিশন ২০৩০’ ঘোষণা করেন। ক্ষমতায় গেলে ২০৩০ সালে মধ্যে বিএনপি কী কী করতে চায়, সেই বিবরণ তুলে ধরা হয়েছে তার এই রূপকল্পে।
আজ সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে প্রাক বাজেট আলোচনায় ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বিএনপির রূপকল্প নিয়ে মুহিতের প্রতিক্রিয়া জানতে চান। জবাবে অর্থমন্ত্রী বলেন, আমি এখন এ বিষয়ে কমেন্ট করব না। পুরো স্টেটমেন্ট এখনও আমি পাইনি। প্রত্যেক কাগজ পুরো স্টেটমেন্ট দেয়নি। আমি আটটি কাগজ পড়েছি।