বিএনপির পাপ ধৌত করলে বুড়িগঙ্গার পানি আরও ময়লা হবে !

0
14

নিউজ ডেস্ক:

বিএনপি এতো পাপ করেছে যে তা ধৌত করলেও বুড়িগঙ্গার পানি আরও ময়লা হয়ে যাবে বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনোস্কো থেকে স্বীকৃতি অর্জনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ওবায়দুল কাদের আরও বলেন, প্রধান বিচারপতির পদত্যাগপত্র অশনি নয়, বিএনপির জন্যই অপেক্ষা করছে অশনি সংকেত। যেভাবে তারা নেতিবাচক রাজনীতি করছে, আগামী নির্বাচনে অশনি সংকেত আছে। তবে তিনি আশা প্রকাশ করেন, বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে।

বিএনপিকে উদ্দেশ্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সবসময় বলেন, ১৫৩ জন বিনাভোটে নির্বাচিত; আসেন চ্যালেঞ্জ করুন। এখানে আইনের, নির্বাচনের কী সমস্যা? গতবার আপনারা এলেন না এটা আপনাদের সমস্যা, নির্বাচনের কোনো সমস্যা নয়।

আয়োজক সংগঠনের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ প্রমুখ।