নিউজ ডেস্ক:
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির অসহায়ত্ব দেখে আমরা খুব হতাশ হই। আমরা চাই বিএনপি ঐক্যবদ্ধ থাকুক। আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করুক। আজ দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, বিএনপি সারাদেশে কর্মীসভা করছে। প্রত্যেকটি সভায় নিজেরা নিজেরা মারামারি, চেয়ার ছোড়াছুড়ি করছে। এমন একটি কর্মীসভা হয়নি যেখানে চেয়ার ছোড়াছুড়ি হয়নি। এটি হচ্ছে বিএনপির কেন্দ্রীয় নেতাদের ঐক্যবদ্ধ থাকার নমুনা।
আওয়ামী লীগের এ মুখপাত্র বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর একজন অসাম্প্রদায়িক মানুষ ছিলেন। আজকে বাংলাদেশে যে ধর্মান্ধতা, সাম্প্রদায়িক গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠেছে- এটি এভাবে মাথাচাড়া দিতে পারতো না; যদি ব্যাপকভাবে সংস্কৃতি চর্চা ও রবীন্দ্র চর্চা হতো।