বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

বিউটি-সালমা-ঐশীর বৈশাখী উপহার !

নিউজ ডেস্ক:

বৈশাখ উপলক্ষে সংগীতার ব্যানারে প্রকাশ হতে যাচ্ছে সিকুয়্যাল অ্যালবাম আনন্দের গান-৪। সজীব দাস ফিচারিং তারেক আনন্দের কথায় এতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী বিউটি, সালমা, ও ঐশী। তিন গানের অ্যালবামটি সাজানো হয়েছে ফোক গানে।

বিউটি কণ্ঠ দিয়েছেন ‘প্রেমসাধনা’, সালমার কণ্ঠে শোনা যাবে ‘সুখের বাত্তি’ ও ঐশীর কণ্ঠে ‘জীবনচাকা’ শিরোনামের গান।

বিউটি বলেন, শূন্য মনে প্রেমখানা ওড়াউড়ি করে, শুদ্ধ মনেতেই প্রেম বসত গড়ে, জগৎ সংসারের প্রেম কত না বিচিত্র, খাঁটি প্রেম পাইতে হইলে, খাঁটি মানুষ হইতে হয়…। গানের কথা চমৎকার। সজীব দাস দাদা সুরও করেছেন সুন্দর।  আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে।

সালমা বলেন, ‘সুখের বাত্তি’ গানটি অনেক ভালো লেগেছে। শ্রোতাদের গানটি শুনে মন ভরবে।

ঐশী বলেন, ‘আলোতে কষ্ট আন্ধারেও কষ্ট, কষ্ট পরান সহে না, দিন শেষে কষ্ট বাড়ে বন্ধু তোর যন্ত্রণায়, শূন্যের ওপর দাঁড়াইয়াছি, জীবন চাকা ঘোরে না…। গানের কথা, সুর ও সংগীত এক কথায় অসাধারণ। সর্বোচ্চটা দিয়ে গানটি করেছি।

সুরকার ও সংগীত পরিচালক সজীব দাস বলেন, তারেক আনন্দ ভাইয়ের জন্য এই প্রথম ফোক গান করার সাহস করলাম। আমি চেষ্টা করেছি শিল্পীদের গায়কী তুলে আনতে। কতটা পেরেছি শ্রোতারা বলবেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular