বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

‘বাহুবলী-২’ প্রাপ্তবয়স্কদের ছবি, সিদ্ধান্ত সিঙ্গাপুরে !

নিউজ ডেস্ক:

বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙার পরে এবার সম্পূর্ণ অন্য কারণে খবরের শিরোনামে উঠে এল এই ফ্যান্টাসি মুভি। মুক্তির পরে কেটে গিয়েছে তিন সপ্তাহ। এখনো ‘বাহুবলী-২’ নিয়ে দর্শকদের উন্মাদনা কমার লক্ষণ নেই। ভারতে তো বটেই, বিদেশেও দারুণ ব্যবসা করছে ‘বাহুবলী-২’।

বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙার পরে এবার সম্পূর্ণ অন্য কারণে খবরের শিরোনামে উঠে এল এই ফ্যান্টাসি মুভি। কারণ সিঙ্গাপুরে ‘এ’ সার্টিফিকেশন পেয়েছে ‘বাহুবলী-২’। অর্থাৎ সেদেশের সেন্সর বোর্ড ছবিটিকে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের দেখার জন্য উপযুক্ত বলেই মনে করছে। এর অর্থ ১৬ বছরের কম বয়সী কোনও দর্শক সিঙ্গাপুরে ‘বাহুবলী-২’ দেখতে পারবে না।

কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিল সিঙ্গাপুরের ফিল্ম সেন্সর বোর্ড? যুক্তি হিসেবে বলা হয়েছে, ছবিটিতে বড্ড বেশি হিংসা বা বিদ্বেষমূলক দৃশ্য রয়েছে। এক কথায় শিশুদের পক্ষে ছবিটি অত্যন্ত ভায়োলেন্ট। ভারতে অবশ্য ‘বাহুবলী-২’-কে ইউএ সার্টিফিকেশন দিয়েছিল দেশটির সেন্সর বোর্ড।

গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ভারতীয় ফিল্ম সেন্সর বোর্ডের চেয়ারম্যান পহলাজ নিহালনি জানিয়েছেন, প্রায় কোনো দৃশ্যে কাট ছাট না করেই ভারতে ‘বাহুবলী-২’-কে মুক্তির ছাড়পত্র দিয়েছে সিবিএফসি। শুধু তাই নয়, সিঙ্গাপুরের উদাহরণ টেনে পহলাজ নিহালনি সিবিএফসির সমালোচকদের পাল্টা আক্রমণও করেছেন। সাম্প্রতিককালে ‘উড়তা পঞ্জাব’র মতো ছবির মুক্তিকে ঘিরে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে পহলাজ নিহালনির নেতৃত্বাধীন সেন্সর বোর্ডকে। সিঙ্গাপুরের সেন্সর বোর্ডের সিদ্ধান্তের উদাহরণ দিয়ে নিহালনি পাল্টা দাবি করেছেন, আসলে ভারতীয় ফিল্ম সেন্সর বোর্ড অনেক উদার।

তবে সিঙ্গাপুরে ছবিকে ঘিরে এটুকু সমস্যা ছাড়া বক্স অফিসে বাহুবলী-২’র জয়যাত্রা অব্যাহতই রয়েছে। ১৪০০ কোটি টাকার ব্যবসা করার পরে এবারে ১৫০০ কোটি টাকার ব্যবসার দিকে এগোচ্ছে ছবিটি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular