বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বাহুবলী প্রভাষের সঙ্গে বিয়ের গুজবে বিরুক্ত আনুশকা !

নিউজ ডেস্ক:

‘বাহুবলী : দ্য কনক্লুশন’ ছবির অমরেন্দ্র বাহুবলী প্রভাষ আর দেবসেনা আনুশকার পর্দা রসায়নে এখনো বুদ হয়ে আছে দর্শক। এর আগেও তাদের জুটি হিসেবে দেখা গেছে। প্রভাষের পরবর্তী ছবি ‘সাহো’ নায়িকা হিসেবে আনুশকার কাজ করার সম্ভাবনাই বেশি।

বাস্তবে প্রভাষ-আনুশকা বেশ ভালো বন্ধু। কিন্তু তাদের এ বন্ধুত্বকে পূঁজি করে নানা সময় গুঞ্জন ছড়ানো হয়েছে। সম্প্রতি ফের চাউর হয়েছে যে, তারা প্রেম করছেন। শীঘ্র বিয়েও করছেন। কিন্তু  আনুশকা এসব গুজবে পানি ঢেলে দিয়েছেন।

আনুশকার দলেরই কেউ এসব গুজব ছড়াচ্ছিল। জানতে পেরে তাকে চাকরি থেকে ছাঁটাই করে দিয়েছেন আনুশকা। এর আগেও সহশিল্পীর সঙ্গে তার বিয়ে নিয়ে গুজব ছড়িয়েছিল। তখন আনুশকা বলেছিলেন, সব সহশিল্পীর সঙ্গে আমার সম্পর্কের খবর প্রকাশ করা মিডিয়ার অভ্যেসে পরিণত হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular