নিউজ ডেস্ক:
মাত্র ২৪ ঘণ্টায় এস এস রাজামৌলির বাহুবলী টু-এর ট্রেলারের রেকর্ড ভাঙল সঞ্জয় লীলা বনশালীর পদ্মাবতী। পদ্মাবতীর ট্রেলার ইউটিউবে ইতিমধ্যেই ১৫ মিলিয়ন ভিউ হয়েছে।
কিন্তু বাহুবলী টু-এর ট্রেলার মুক্তি পাওয়ার পর ভিউ হয়েছিল ১১ মিলিয়ন।
শুধু তাই নয়, রিপোর্ট বলছে, ৯ অক্টোবর পদ্মাবতীর ট্রেলার মুক্তি পাওয়ার পর নাকি ইতিমধ্যেই ১৫ মিলিয়ন ভিউ ছাড়াতে শুরু করেছে। পদ্মাবতীতে রানি পদ্মিনীর ভূমিকায় অভিনয় করছেন দীপিকা পাডুকন, রাজপুত রাজা মহারাওল সিং-এর চরিত্রে দেখা যাচ্ছে শাহিদ কাপুরকে এবং আলাউদ্দিন খিলজির চরিত্রে দেখা যাচ্ছে রণবীর সিংকে। আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে সঞ্জয়লীলা বনশালীর পদ্মাবতী।
এদিকে পদ্মাবতীর ট্রেলার দেখে প্রশংসা করেছেন বাহুবলী টু-এর পরিচালক এস এস রাজামৌলি। তিনি বলেন, ‘’অসাধারণ’’। পাশাপাশি পরিচালক বানসালি সম্পর্কে তিনি বলেন, ‘’প্রত্যেকটা ফ্রেম নিপুণ হাতের কারিগরের তৈরি”।
https://youtu.be/X_5_BLt76c0