বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বাহুবলী’র উপর চটেছেন ‘দেবসেনা’ !

নিউজ ডেস্ক:

‘বাহুবলী’র বিয়ে নিয়ে চর্চা শুরু হতেই বেজায় চটেছেন ‘দেবসেনা’, এতটাই ক্ষুব্ধ হয়েছেন যে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছেন। সম্প্রতি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি তো বটেই গোটা ভারতেই খবরের শিরোনামে রয়েছেন ‘বাহুবলী’ প্রভাস এবং ‘দেবসেনা’ অনুষ্কা শেঠি। ফিল্ম দুনিয়া তো বটেই সংবাদ মাধ্যমেও হট কেকের মত চর্চিত হচ্ছে প্রভাস-অনুষ্কার ‘প্রেমকাব্য’।

রিল লাইফের মত রিয়াল লাইফেও নাকি জমে উঠেছে ‘বাহুবলী’ প্রভাস এবং ‘দেবসেনা’ অনুষ্কার প্রেম। সোশ্যাল মাধ্যমেও প্রভাস-অনুষ্কার প্রেম নিয়ে চলছে জোর জল্পনা। আর এই খবর যত ছড়িয়ে পড়ছে ততই বিরক্ত হচ্ছেন অভিনেত্রী অনুষ্কা।

ভারতীয় এক জনপ্রিয় দৈনিকের প্রতিবেদনের দাবি, অনুষ্কার রোষের মুখে নাকি পড়ছেন খোদ ‘বাহুবলী’ প্রভাস। কোনো ভাবেই যদি এই জল্পনা থামানো না যায়, তাহলে নাকি আইনি ব্যবস্থা নেওয়ার পথেই হাঁটবেন অনুষ্কা, এমনই দাবি ওই গণমাধ্যমের।

Similar Articles

Advertismentspot_img

Most Popular